সারাদেশেই খোলার অপেক্ষায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
- আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সারাদেশেই খোলার অপেক্ষায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। রোববার শিক্ষার্থীদের পদচারণায় আবারও মেতে উঠবে এসব স্কুল-কলেজ। বিভিন্ন অঞ্চলে বন্যার দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক শিক্ষাজীবনে ফেরার প্রস্তুতি সম্পন্ন। তবে কোথাও কোথাও তা বাধাগ্রস্ত হবে।
করোনা অতিমারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর রোববার থেকে শ্রেণিকক্ষে ফিরতে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বাধা হয়ে দাঁড়িয়েছে বন্যা। শিক্ষাপ্রতিষ্ঠান রোববার খুলে দেওয়ার পর নজরদারি জোরদার করা হবে। প্রতিষ্ঠান প্রধানদের প্রতিদিনের হালনাগাদ তথ্য প্রতিদিনই সরকারকে পাঠাতে হবে। সংশ্নিষ্ট অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিষ্ঠান প্রধানকে না জানিয়ে গোপনে হাজির হবেন সংশ্নিষ্ট কর্মকর্তারা।