সারাদেশের সঙ্গে রেল সংযোগ স্থাপন হলে মেহেরপুরের কৃষি অর্থনীতি শক্তিশালী হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সারাদেশকে রেলসংযোগের আওতায় আনতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনলাইন বৈঠকে তিনি আরো বলেন, সারাদেশের সঙ্গে রেল সংযোগ স্থাপন হলে মেহেরপুরের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এবং জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ অনেকে।