সারাদেশে অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সারাদেশে অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কৃষিজমি সুরক্ষা করতে হবে। তাছাড়া বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হয়। বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত সড়ক নির্মাণ করা যাবে না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার আহবান জানান তিনি। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। সভায় পাঁচটি প্রকল্পের জন্য ১ হাজার ২৬৬ কোটি টাকা অনুমোদন দেয়া হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সংবাদ সম্মেলনে অনুমোদিত ৫টি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্পের ব্যয় ২৭৬ কোটি ৫৬ লাখ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যয় ২৩৩ কোটি ৫২ লাখ টাকা উল্লেখ প্রকল্পগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা কথাও জানান তিনি।
এছাড়া অনুমোদন দেয়া ৫টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প উল্লেখ করে প্রকল্পগুলোর অর্থায়ন সরকারের পক্ষ থেকে করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।