সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা
- আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করাসহ ১০ দফা দাবিতে গত মধ্যরাত থেকে সারাদেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে পণ্য পরিবহন বন্ধসহ চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল থেকে ঢাকার সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়ছে না। বন্ধ রয়েছে সারাদেশে পণ্যবাহী জাহাজ চলাচল। মধ্যরাতের পর থেকেই রাজধানীর সদরঘাট ফাঁকা হয়ে পড়ে। নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতির কারণে বরিশালেও নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন লঞ্চসহ নৌ-যাত্রীরা।
চট্টগ্রামেও রাত ১২টা থেকে নৌযান শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া বহির্নোঙ্গোরে লাইটার জাহাজের মাধ্যমে বাল্ক জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ হয়ে গেছে।
সকাল থেকে বরিশাল নদীবন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।
নৌযান শ্রমিক নেতারা জানিয়েছেন, প্রতি পাঁচ বছর পর নতুন মজুরি কাঠামো ঘোষণার বিধান থাকলে সর্বশেষ মজুরি কাঠামোর মেয়াদ গত বছর ৩০ জুন শেষ হয়েছে। কিন্তু নৌযান মালিকদের সংগঠনগুলো বিষয়টি আমলে নিচ্ছে না। এছাড়া ১৬ মাসে নৌ মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন পর্যায়ে বহুবার দেন-দরবার করেও ফল পাওয়া যায়নি। তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।