সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
- আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল ও নেত্রকোনাসহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
চট্টগ্রামে দেবী বোধনের পর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দেবী দুর্গার অধিষ্ঠান হবে মন্ডপে। তিন দিন মন্ডপে পূজার পর দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের সর্বজনীন এ উৎসবের।
ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৭৮৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
বরিশালে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। পূজা দেখতে নগরীর বিভিন্ন পূজা মন্ডপে ভিড় করেছেন ভক্ত ও দশর্নার্থীরা।
গাজীপুরে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এ বছর গাজীপুর জেলায় ৪১১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
দেবী বোধন ও মহাষষ্ঠী পূঁজার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
নড়াইলের বিভিন্ন পূজাঁমন্ডপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গোৎসব সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি পূজাঁ উদযাপন কমিটি কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছে।
নেত্রকোনায় প্রতিটি মন্দিরে ঢাকের বাজনা, উলুধ্বনি, শংখের ধ্বনি এবং কাসির বাদ্যের তালে তালে মুখোরিত হয়ে উঠে।