সারাদেশে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলিমরা
- আপডেট সময় : ০৮:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মহিমান্বিত রজনী- পবিত্র শবে বরাত আজ। সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লীরা আজ সারারাত ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন। এজন্য সব মসজিদে নেয়া হয়েছে বিপুল প্রস্তুতি। পবিত্র শবে-বরাত উপলক্ষে দিনটির মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হবার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।
আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে বলা হয় লাইলাতুল বরাতের রজনী। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ক্ষমার বিশেষ ঘোষণা রয়েছে এই রাতকে ঘিরে। আর তাই ইসলামী ভাবধারায় প্রতিটি মুসলমানের জীবনে এই রাতের অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।
এই রাতের গুরুত্ব নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহিয়া সাল্লামের ইরশাদে উঠে এসেছে তাৎপর্যময়তার নানান তথ্য। ধর্মীয় গবেষকদের মতে, মুসলিমদের জন্য এই রাত স্রষ্টার কাছে মোনাজাতের রাত, ইবাদতে প্রশান্ত হওয়ার রাত।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মতো বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীও ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল বরাতের রজনী পালন করে থাকে। বরাবরের মতো এবারের শবে বরাতের রাতেও সবাইকে সঠিকভাবে আমল করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।
পুণ্যময় এই রাতটি সব বয়সি মুসলিম নারী-পুরুষের প্রতি নিজেদের পরবর্তী জীবনের শ্বাশত ভাগ্য তালাশে দোয়ার পরামর্শ দিয়েছেন ওলামায়ে কেরাম।