সারাদেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস
- আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সাথে সারাদেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস।
চট্টগ্রামে সকাল ৬টা ২৮ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ দল। শহীদ মিনারে সবার আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস উদযাপনে নানা কমর্সূচি চলছে। প্রথম প্রহর রাত ১২ টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুম্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
মহান বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে ভোলার সর্বস্তরের জনগন। জেলা প্রশাসক চত্বরে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং বধ্যভূমিতে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ এলাকাবাসী।
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল পৌনে ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য আব্দুল হাই।
শেরপুরে মহান বিজয় দিবসে স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। ভোরে শেরপুর সদর থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।