সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০শিক্ষার্থী
- আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়ের ৮ মাস পর সারাদেশে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ৯৬জন এবং ছাত্রের সংখ্যা ৫৭ হাজার ৬৯৯জন। এই বিভাগের ৬৭০টি কলেজের ২০৩টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিয়েছেন ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০হাজার ৯৪১জন পরীক্ষার্থী । এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন জেলা থেকে এবং সবচে কম পরীক্ষার্থী শেরপুর জেলার।
বরিশাল শিক্ষাবোর্ডের অধীন বিভাগের ৬ জেলায় ৩৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২১৬জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৩৩৬ জন এবং ব্যবসা বিভাগে ১১ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী রয়েছে। যারা ১৬১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে জেলা সদরসহ ৬ উপজেলায় একযোগে পরীক্ষা শুরু হয়। স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী পরীক্ষা দেয়।
এছাড়াও কুড়িগ্রাম ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।