সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সারাদেশেই সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৬শ’ ৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রথম দিনের পরীক্ষা। দেড় ঘণ্টার পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানো হয়।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতায় ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করে।
রংপুর বিভাগে এবার ২৬ হাজার এসএসসি পরীক্ষার্থী বেশি অংশ নিচ্ছে। বিভাগের আট জেলায় দুই হাজার ৬শ’ ৭৪টি বিদ্যালয়ের নিয়মিত -অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
ভক্সপপ :
ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত। পরীক্ষায় বসেছে ১ লাখ ৩২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী।
খুলনায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের বসতে হয়। জেলায় ৯৮টি কেন্দ্রে, সর্বমোট ৩২ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সুষ্ঠু-সুন্দর পরিবেশে এসএসসি’র প্রথম পরীক্ষায় অংশ দিচ্ছে ১ লাখ ১৫ হাজার ৭১ জন। বিভাগের ৬ জেলার ১৭৮ কেন্দ্রে আজ প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী শিক্ষা বোর্ডে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা হয় ২৬৮টি কেন্দ্রে। করোনা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের বসানো হয়।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৭৪ টি স্কুল থেকে ২৭৫ টি কেন্দ্রে এসএসসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত।
যশোরে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা বোর্ডের অধীনে ২৯১টি কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছে।
ঝিনাইদহের ৬ উপজেলায় পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতে লকডাউনের মত পরিস্থিতি হলেও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার পরামর্শ অভিভাবকদের।
নওগাঁয় পরীক্ষা হচ্ছে ৭১টি কেন্দ্রে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬টি জেলায় এসএসসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত।
এছাড়াও সাতক্ষীরা, কুষ্টিয়া, কুড়িগ্রাম ও মেহেরপুরে স্বাস্ত্যবিধি মেনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।