সারাদেশে করোনায় একদিনে আরও ৪৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৩৫২ জনে। আর একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬৬৬ জনের। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন করোনা রোগী। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি। এ পর্যন্ত মোট ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৬ জনের। শনাক্তের হার ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৮৬০ জন এবং নারী ৪৯২ জন।