সারাদেশে করোনায় নতুন করে ১১ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সারাদেশে করোনায় নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ২৫০ জন। আর গেল ২৪ ঘণ্টায় ৯৬৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন করে ২৪৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন রোগী। এবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা শুরু হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব চালু হয়েছে জানিয়ে ড. নাসিমা বলেন, সারাদেশে ল্যাবের সংখ্যা এখন ৩৮টি।
সারাদেশের করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি ও তথ্য তুলে ধরতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন স্বাস্থ্য অধিদপ্তরের।
অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক তুলে ধরেন গেল ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা।
নতুন করে সুস্থ হয়েছেন ২৫৬ জন করোনায় আক্রান্ত রোগী বলেও জানান তিনি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নমুনা পরীক্ষা শুরু বলেও জানানা, এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
স্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার আবারো আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।