সারাদেশে গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৯০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সারাদেশে গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দীর্ঘদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এ মাসের শুরু থেকে মৃত্যু গড়ে ১৫ জনের নিচে নামেনি। হাসপাতালটিতে মারা গেছেন ১১ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৪ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ আর ১২ জন ভর্তি ছিলেন এর উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫ জন, জামালপুরের ২ জন, গাজীপুরের ১ জন এবং নেত্রকোণা ও টাঙ্গাইলের ৩ জন করে ছিলেন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। ২০৭ জনের নমুনা পরিক্ষা করে ৬৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬ শতাংশ।
এছাড়া- খুলনায় ৮, চট্টগ্রাম ৬, দিনাজপুর ৫, সাতক্ষীরায় ৭, ঝিনাইদহে ২, নেত্রকোনা ২ ও চুয়াডাঙ্গায় ১ জনের মৃত্যু হয়েছে।