সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের দায়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের দায়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের ছত্রছায়ায় নারীর উপর নির্যাতন চলছে বলেও দাবি তার। বিচারহীনতার কারণে দুষ্ট চক্র ক্ষমতার জোরে এমন জঘন্য কাজ করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তারা।
খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন করে বিএনপি।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা।
এ সময় সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
নারীর ওপর সহিংসতার দায় সরকার এড়াতে পারে না -এমন দাবিও করেন বিএনপি মহাসচিব। খুন, ধর্ষণ ও দুর্নীতির দায়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে জেগে ওঠার আহবান জানান বিএনপির নেতারা।