সারাদেশে ধর্ষণ প্রতিরোধে একটি কমিশন গঠনের নির্দেশ

- আপডেট সময় : ০৮:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সারাদেশে ধর্ষণ প্রতিরোধে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিশু ধর্ষণকারীদের কেন মৃত্যুদণ্ডের সাজা দেয়া হবে না সেই মর্মে রুল জারি করেছে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। অন্যদিকে ধর্ষকদের হাত থেকে নারী ও শিশুদের রক্ষায় অ্যান্টি রেপ সিকিউরিটি অ্যালার্ম কার্যকরে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্টের পৃথক বেঞ্চ।
দেশজুড়ে উদ্বেগজনক ভাবে বাড়ছে ধর্ষণের ঘটনা। পুরুষ নামের পশুদের লালসার হাত থেকে রেহাই মিলছে না ৯ বছরের শিশুর। আইন ও শালিস কেন্দ্রের তথ্য মতে, ২০১৯ সালে এক হাজার ৪১৩জন নারী ধর্ষণের শিকার হয়েছেন৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিলো ৭৩২ জন।
এমন বাস্তবতায় জাতীয় সংসদে ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক তখন এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাইতে রিট করে কয়েকটি মানবাধিকার সংগঠন। শুনানিতে সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া তুলে ধরে রাষ্ট্রপক্ষ।
ধর্ষণের মত অপরাধের সাজা বাড়াতে রুল ও অন্তবর্তী আদেশ দেয় উচ্চ আদালত।
উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশে ধর্ষণ প্রতিরোধ ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অ্যান্টি রেপ সিকিউরিটি অ্যালার্ম কার্যকরে রুল জারি করে হাইকোর্টের পৃথক বেঞ্চ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে একটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরীর নির্দেশ দেয় উচ্চ আদালত।