সারাদেশে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত
- আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক, দু:স্থদের খাবার বিতরণ ও কেক কেটেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
চট্টগ্রামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন। মহানগর, উত্তর ও দক্ষিন জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসুচি পালন করছে।
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, কেক কাটা, কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ, শোভাযাত্রা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।
নগরীর চেম্বার অব কমার্স মিলনায়তনে কেক কেটেছে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগ। পরে, আলোচনা সভায় বক্তব্য দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
খুলনায় দলীয় কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা ও মহানগর আওয়ায়ামী লীগ। সদর রোডের শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
গাইবান্ধায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, কেক কাটা, পোশাক ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হয়েছে। আলোচনা সভা শেষে, শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এতিম শিশুদের সাথে নিয়ে কেক কাটেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শহরের শাপলা চত্ত্বরে দলীয় কার্যালয়ে জন্মদিনের আলোচনাসভায় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ অন্যান্য নেতাকর্মীরা।
জামালপুরে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
এছাড়াও চাপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, ঝিনাইদহ, শরীয়তপুর, নোয়াখালী, নড়াইলে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে।