সারাদেশে নানা আয়োজনে পালিত ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস
- আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ। সেই বিজয় পূর্ণতা পায় বাহাত্তরের ১০ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এদিন, স্বাধীন দেশের মাটিতে পা রাখেন স্বাধীনতার মহান স্থপতি। সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
দলীয় কর্মসূচিতে রাজশাহীতে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে ও আওয়ামী লীগ কার্যালয়গুলোতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারিত হচ্ছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহে বঙ্গবন্ধু আর্ট গ্যালারির উদ্বোধন করা হয়েছে। সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত আর্ট গ্যালারীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি
বরিশালে আওয়ামী লীগ কার্যালয় চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়রের পক্ষে প্যানেল মেয়র। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করে কক্সবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা শ্রমিক লীগের আয়োজনে বিশাল আনন্দ রেলী অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহে দিনটিতে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি রেলী বের হয়। জেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে রেলীটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেরনা একাত্তর চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পথ সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।