সারাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে নানা কর্মসুচির আয়োজন
- আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
সারাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সমাবেশ শেষে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়
ময়মনসিংহে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য রেলি বের করা হয়।
“মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি“ এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে দিবসটি পালিত হয়েছে।
একই প্রতিপাদ্যে নিয়ে পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, আইন করে মাদক নির্মুল করা সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঝিনাইদহে দিবসটি উপলক্ষে সবাইকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধে সমাজের সর্বস্তর থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও- রাজবাড়ী ও নেত্রকোনায়ও দিবসটি পালিত হয়েছে।