সারাদেশে মাস্ক পরার উপর জোর দিয়ে জেলা-উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি
- আপডেট সময় : ০৬:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার ওপর জোর দিয়ে জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাদেশে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফেনীতে ভ্রাম্যমান আদালত ৫০ জনকে জরিমানা করেছে। এচাড়া নাটোরে চলছে ‘নো মাস্ক -নো এন্ট্রি’ কর্মসূচি।
মাস্ক না পরে জনসম্মুখে চলাচল করায় ফেনীতে ৫০ জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন। মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে দোয়েল চত্বর এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে “নো মাস্ক নো এন্ট্রি” কর্মসূচি শুরু হয়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে দুপুরে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।