সারাদেশে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার
- আপডেট সময় : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পুলিশ কর্মকর্তার জীবনদানের বিনিময়ে অবশেষে সারাদেশে অনুমোদিত-অননুমোদিত সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবারের মধ্যে বিভাগীয় পরিচালকদের তালিকা নিয়ে চলতি মাসের মধ্যেই এই পরিদর্শন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সভাশেষে ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের হত্যাকাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের দায় নিয়ে সাংবাদিকদের একথা জানান মহাপরিচালক। নিয়মিত পরিদর্শনের বিধান থাকলেও এতদিন জনবলের অভাব দেখিয়ে পরিদর্শন থেকে বিরত থাকার পর, এখন কিভাবে তা সম্ভব হবে তার ব্যাখ্যা দেয়নি স্বাস্থ্য বিভাগ। সারাদেশে লাইসেন্স নেয়া মোট ৬ হাজার ৬৭টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, এর মধ্যে হাসপাতাল ২ হাজার ১৩০টি, ডায়াগনস্টিক সেন্টার ৩ হাজার ৮৫৬টি, ব্লাড ব্যাংক ৮১টি। এতো প্রতিষ্ঠান পরিদর্শনে যথাযথ জনবল নেই বলে দাবী করলেও কেন, কিভাবে, এতো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।