সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা প্রায় তিন মাস পর সর্বোচ্চ। মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এর আগে ১৭ অক্টোবর ১৬ জনের মৃত্যু হয়। এনিয়ে মৃতের সংখ্যা ২৮ হাজার ১২৩ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫৩টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪৮৬টি নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্টসহ ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে। সুস্থ হয়েছেন ৩০২ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৫ শতাংশ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ১ জন।