সারাদেশে ৫ম দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন
- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
সারাদেশে ৫ম দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন। অনেকেই জায়গায় মানা হচ্ছে না সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি।
ময়মনসিংহে ঢিলেঢালাভাবে চলছে ৫ম দিনের লকডাউন। জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সা, সিএনজি চলাচল অব্যাহত রয়েছে। লকডাউন উপেক্ষা করে অবাধে চলাচল করছে মানুষ।
নেত্রকোনায়ও চলছে ঢিলেঢালা লকডাউন।জেলা শহর থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সা, সিএনজি চলাচল করছে।এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে শপিংমলসহ অন্যান্য দোকানপাট খুলতে শুরু করেছে।
লকডাউনের ৫ম দিনে যশোরেও দেখা গেছে একইচিত্র।স্বাস্থ্যবিধি মানছে না জনসাধারণ। কেউ কেউ মাস্ক পড়লেও তা নাক-মুখ থেকে নেমে এসেছে থুতনিতে।
এদিকে, ৫ম দিনের লকডাউনে সিরাজগঞ্জেও ঢিলেঢালা পরিস্থিতি। তার মধ্যে শর্ত সাপেক্ষে আজ দোকান ও শপিংমল খোলার ঘোষণা দেয়ায় এখন পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে জেলার সকল জনপদে। এদিকে জেলায় বিভিন্ন স্থানে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ৭৯ জনকে জরিমানা করা হয়েছে।