সারা দেশে চলছে বিএনপিসহ সমমনা দলগুলোর ৪৮ ঘন্টার হরতাল
- আপডেট সময় : ১১:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৮২৮ বার পড়া হয়েছে
যানবাহনে অগ্নিসংযোগ, দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল, পিকেটিংয়ের মধ্য দিয়ে সারা দেশে চলছে বিএনপিসহ সমমনা দলগুলোর ৪৮ ঘন্টার হরতাল।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে মিছিল ও যান চলাচলে বাধা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা। এসময় রাস্তায় ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরী করে তারা।
সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজারে হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করে লেগুনায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থরা। এছাড়া সিলেট নগরের বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টা করে তারা।
জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হন ৪ নারী। সহকারী স্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান, সরিষাবাড়ী থেকে তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেসে ৩টি বগিতে মধ্যরাতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোরে বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতরাতে এ হামলার ঘটনা ঘটে।
জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অনেকটাই ফাঁকা। ভোরে সিরাজগঞ্জের সলঙ্গার নলকায় মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।
রংপুরের কামারপাড়া বাসস্টান্ড থেকে ছেড়ে যায়নি ঢাকাসহ দূরপাল্লার বাস। সকালে হরতালের সমর্থনে নগরীর কামাল কাছনায় বিক্ষোভ করে ছাত্রশিবির। বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
ময়মনসিংহের ভালুকায় মশাল মিছিল করেছে উপজেলা যুবদল।