সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারের জামিন বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চার হাজার বিল অব এন্ট্রি জালিয়াতির অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারের জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
পাশাপাশি আসামীকে দু’সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণে চেম্বার বিচারপতির দেয়া আদেশও বহাল রাখে সর্বোচ্চ আদালত। এ বিষয়ে রাষ্ট্র ও দুদকের করা আবেদনের শুনানিশেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। আদেশে আরো বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ না করলে আসামীকে গ্রেফতারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার নির্দেশ দেবে আদালত। মামলার নথি থেকে জানা যায়, শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে আসামি করে গত ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।