সিইসি কে এম নূরুল হুদা, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
- আপডেট সময় : ০১:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আদালতের আদেশ প্রতিপালন না করায় প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নূরুল হুদা, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক সদস্য প্রার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সদস্য প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। তবে তাতে সাড়া না পেয়ে আহমেদ কবির হাইকোর্টের দ্বারস্থ হন। তার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ইসিতে করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্নিষ্ট ওয়ার্ডের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করতে নির্দেশ দেয়া হয়।তবে আদালতের ওই আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে। এ অবস্থায় আহমেদ কবির হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।