সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন।এরই মধ্যে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়ার পরেও দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।