সিঙ্গাপুরে মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
আগামী ১৫ মার্চ সিঙ্গাপুরের দুটি মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৬ বছর বয়সী এক খ্রিস্টান কিশোরকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ।
দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে এ যাবৎ আটক হওয়া সবচেয়ে কম বয়সী সে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিশোর নাগরিকের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। বলা হয়, সে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। চরম ইসলামবিদ্বেষী এবং সংঘাত দ্বারা অনুপ্রাণিত। কট্টর ডানপন্থী মতবাদে অনুপ্রাণিত হওয়ার অভিযোগে সিঙ্গাপুরে আটকের ঘটনা এটাই প্রথম। দেশটিতে সংঘাত এবং সন্ত্রাসী হামলার ঘটনা বিরল। গেল মাস থেকে ওই কিশোর জেলখানায় রয়েছে।