সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে মনোনয়ন জমা
- আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আচরণবিধি পালনে কড়াকড়ির মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়তে মনোনয়ন জমা দিচ্ছেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের আগ্রহীরা।
মনোনয়নপত্র জমার শেষ দিন সকাল ৯টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ঢাকা উত্তর ও মতিঝিলের গোপীবাগে ঢাকা দক্ষিণের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থী-সমর্থকরা। বেলা ১২টার দিকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের আওয়ামী লীগের ঢাকা উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণের প্রার্থী ফজলে নূর তাপসের মনোনয়নপত্র জমা দেন। বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের কিছুক্ষনের মধ্যে মনোনয়ন জমা দেয়ার কথা রয়েছে। তবে ইশরাক হোসেন বেলা আড়াইটা মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। প্রার্থীদের জামানতের অর্থ জমা দেয়ার সুবিধার্থে ঢাকা মহানগররীর সব তফসিলি ব্যাংক সেসময় পর্যন্ত খোলা থাকবে। এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তারা মডেল সিটি গড়ে তোলার প্রত্যয় বক্ত করেছেন।