সিনহা হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন, তা নিয়ে কোন মন্তব্য করা যাবে না
- আপডেট সময় : ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন থাকায় তা নিয়ে কোন মন্তব্য করা যাবে না বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আদালত চাইলেই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে মন্তব্য করেন তিনি। তবে প্রতিবেদন নিয়ে পত্রিকায় কী এসেছে এবং তা কতটা সঠিক– সে ব্যাপারে কিছু জানেন না বলেও মন্তব্য করেন তিনি।
মেজর অব সিনহা হত্যায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গত সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে একটি প্রতিবেদন জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।
প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, পুলিশি তদন্ত হওয়ায় তা প্রকাশ করা যাবে না। তবে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনের বিষয়বস্তু প্রকাশিত হওয়ায় তা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন, পুলিশের কর্মকাণ্ড ছিল হঠকারী, অপেশাদারি- এই শিরোনামে প্রতিবেদন সঠিক কি না ? এমন প্রশ্নেরও উত্তর জানা নেই বলে জানান আসাদুজ্জামান খান কামাল ।
তবে , যদি আদালত চায় তাহলে তদন্তের স্বার্থেই তা বিধি মোতাবেক দেয়া হবে বলেও জানান মন্ত্রী।