সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৩য় দিনে ৫ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
সকাল ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে হাফেজ মোহাম্মদ আমিনকে নিয়ে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এছাড়াও আরও দুই সাক্ষী- মোহাম্মদ শওকত আলী ও সাইফুল আবছারকে আদালতে উপস্থিত রাখা হয়। এ পর্যন্ত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।সকাল থেকে পাঁচ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপসহ সব আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। মেজর সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের গত দু’দিনে ৩ ও ৪ নম্বর সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছে।