সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী প্রদীপ ও লিয়াকত কনডেম সেলে
- আপডেট সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় আসামী প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ আপিল ৭ দিনের মধ্যে হাইকোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন জেল সুপার মো. নেছার আলম। এদিকে মামলা থেকে খালাস এপিবিএনের ৭ সদস্য কারাগার থেকে মুক্ত হয়েছে।
সোমবার রায়ের পর তাদের দুজনকে কক্সবাজার কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলে আদালতের নিয়ম অনুযায়ী মামলার রায় হওয়ার সাত দিনের মধ্যে সমস্ত নথি, কেস ডায়েরি, সাক্ষী-প্রমাণাদিসহ কাগজপত্র হাইকোর্টে পাঠানো হয়। একই সময়ে পাশাপাশি রায়ের বিরুদ্ধে আপিল আবেদনও পাঠাতে পারেন। গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়ার শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।