সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ঢাকায় বিশাল মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ঢাকায় বিশাল মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি তার পরিবারের দায়ভার নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
সোমবার সকালে মানসিক সমস্যার চিকিৎসা নিতে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় আনিসুলকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি রুমে ঢুকিয়ে মারধর করছেন কয়েকজন কর্মচারী।
নির্মম এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তার বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে আনিসুল হত্যার শিগগিরই সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। হত্যার যে ভিডিও ফুটেজ আছে, তাতে লুকোচুরির জায়গা নেই উল্লেখ করে, বিচার না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর বলে মন্তব্য করে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকগুলো অবিলম্বে বন্ধের দাবিও জানান তারা।