সিনোফার্মের ভ্যাকসিন কিনতে চীনকে চিঠি দিয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সিনোফার্মের ভ্যাকসিন কিনতে চীনকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে ৪ কোটি ডোজ টিকা চেয়ে এই আবেদন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পাওয়ায় চীন থেকে টিকা কেনার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান তিনি। এর আগে করোনায় বিপর্যস্ত নেপালকে ঔষধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। রাশিয়ার সাথে টিকা উৎপাদনে খসড়া চুক্তির সংশোধনী পাঠিয়েছে ঢাকা। মস্কোর মতামত পেলেই চুক্তি করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্য মন্ত্রী আরো জানান, চীনের উপহার ৫ লাখ টিকা একজনকে যাতে দুই ডোজ করে দেয়া যায় সে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এদিকে, সিনোফার্মের ৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে বুধবার।