সিন্ডিকেট কারসাজিতে আবারও বাড়ল ভোজ্যতেল ও পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে মিলছে না চিনি। ফের বৃদ্ধি পেয়েছ ভোজ্যতেলের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট কারসাজিতে আরেকধাপ বাড়ানো হয়েছে তেলের দাম। সরবরাহের অজুহাতে এখনও কমেনি সবজির দাম। পেঁয়াজের কেজি ৩০ টাকা বেড়ে ৬০ টাকায় উঠেছে।
সব রকম সবজির কেজি ৮০ টাকা। হঠাৎ করেই কাঁচা পেঁপের কেজি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। মাছের দাও কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। ব্রয়লা মুরগী এবং গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবন বিপর্যস্ত। বাজার ঘুরে পাওয়া যাচ্ছে না চিনি। আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কব্জায় বাজার। ফলে প্রতিনিয়ত সবরকম পণ্যের দাম বেড়েই চলছে।
দাম বেড়েছে পেঁয়াজেরও। ৩০ টাকা কেজির পেঁয়াজ এখন ৬০টাকা । বাড়তি টাকা গুণতে হচ্ছে আদা-রসুনেও। ভরা মৌসুমেও অপরিবর্তিত চালের দাম। কমেনি ব্রয়লার মুরগির দাম। ঈদের আগেই ৮’শ টাকা ছুঁয়েছে গরুর মাংসের কেজি। যা এখনও অপরিবর্তিত। চড়া মাছের বাজার। কেজিতে ৫০ থেকে বেড়েছে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে সব রকম মাছের।
বিক্রেতারা বলেন, সরবরাহ কম থাকায় করলা, পোটল, পেঁপে, লাউসহ বেশির ভাগ সবজির দাম ঈদের পর আরো বেড়েছে। কোন সবজিই ৮০ টাকার নীচে নয়। সাধারণ মানুষের অভিযোগ, সরকারের তদারকি না থাকায় লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। বার বার বাজার মনিটরের দাবি জানানো হলেও মাঝে মাঝে লোক দেখানো অভিযান ছাড়া বাজার নিয়ন্ত্রণে কোন উদ্যোগই নেয়া হয় না।