সিরডাপের আজিজুল হক পল্লী উন্নয়ন পদক-২০২১ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সিরডাপের আজিজুল হক পল্লী উন্নয়ন পদক-২০২১ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পদক গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন হতে পারে না।
তিনি বলেন, গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নতি করতে পারলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের সব উন্নয়ন কার্যক্রম তৃণমূলের মানুষকে ঘিরে। সরকার প্রধান আরো বলেন, গ্রামের মানুষকে স্বাবলম্বী করতে “আমার বাড়ি, আমার খামার” কর্মসূচিসহ শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। শতভাগ মানুষকে সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা