সিরাজগঞ্জের চৌহালী ইউপি নির্বাচনে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা
- আপডেট সময় : ০৭:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাঁধা-বিপত্তি, হুমকি-ধামকিসহ বিভিন্ন অভিযোগ এবং আওয়ামী লীগের দলীয় কোন্দলের মধ্যে দিয়ে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইউপি নির্বাচনের প্রার্থীরা। আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে রয়েছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দেয়ার অভিযোগ।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তবে, চৌহালীতে বাঁধা-বিপত্তি, হুমকি-ধামকিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। রয়েছে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে বিভক্তি। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন এবং তার অনুসারীদের বিরুদ্ধে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দেয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থীসহ দলের নেতারা। তবে, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী দেখতে চায় ভোটাররা।
ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জেল-জরিমানা করেছে সংশ্লিষ্টরা। দূর্গম চরাঞ্চল হওয়ায় চৌহালীতে বাড়তি ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
অপ্রীতিকর ঘটনা ও হানাহানি ছাড়া নির্বাচনের আশা করছে ইউনিয়নবাসী।