সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৫০ হাজার মানুষ
- আপডেট সময় : ০৫:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
একটি সেতুর অভাবে সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদীর দুই পাড়ের ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। শুস্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো আর বর্ষায় ছোট দুটি নৌকাই তাদের ভরসা। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও, যুগযুগ ধরে একই ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-নদাশালুয়া এলাকার মহাসড়কের পাশ দিয়ে বয়ে গেছে ফুলজোড় নদী। এর দুই পাড়ে ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ শুস্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো আর বর্ষায় ছোট দুটি নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হন।
বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও, যুগযুগ ধরে একই ভোগান্তিতে আছেন স্থানীয়রা। সাহেবগঞ্জের জিআর কলেজ ঘাট থেকে ফরিদপুর ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে তারা।
জনগনের দুর্ভোগ লাঘব ও সুষম উন্নয়নের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
২৫০ মিটার একটি সেতু নির্মাণের জন্য তথ্য ও কারিগরি প্রতিবেদন প্রকল্প অফিসে পাঠানো হয়েছে বলে জানান, উপজেলা প্রকৌশলী।
শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।