সিরাজগঞ্জের সলঙ্গা ও তাড়াশে আলাদা সড়ক দুর্ঘটনায় চার জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা ও তাড়াশে আলাদা সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া এবং হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের ভ্যান চালক খোদাবক্স সেখ, হায়দার আলী ও শাহাদৎ হোসেন। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, পাঁচলিয়া বাজার এলাকায় যাত্রিবাহী একটি ভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি কার্ভাডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই যাত্রী নিহত হয়। অন্যদিকে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সঘর্ষে একজন নিহত হয়েছে।