সিরাজগঞ্জে জমে উঠেছে এসএমই শিল্প ও বানিজ্য মেলা
- আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জমে উঠেছে এসএমই শিল্প ও বানিজ্য মেলা। মেলায় প্রতিদিনই ভিড় জমাচ্ছে সব বয়সী মানুষ। আর ঘুরে ঘুরে কিনছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। ব্যবসায়ীরা বলছেন, মেলায় প্রতিদিনই দর্শনার্থীর ভিড় বাড়ছে। বাড়ছে বেচা কেনাও। আর আয়োজকরা বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বাজারজাত সহ ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত করতেই মেলার আয়োজন।
রান্নার হাড়ি থেকে নারীদের শাড়ি সব মিলছে দিঘদিন পর সিরাজগঞ্জ শহরে আয়োজিত সিরাজগঞ্জের এসএমই শিল্প ও বাণিজ্য মেলায়। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকে দর্শনার্থীদের ভিড়। করোনাকালীন সময়ে দিঘদিন ঘরে আবদ্ধ থাকতে থাকতে খানিকটা মুক্ত হতে পেরে যেন সব বয়সী মানুষই হয়ে উঠেছে মুক্ত বিহঙ্গ।শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড সহ সব বয়সী মানুষের জন্যই রয়েছে বিনোদনের আয়োজন। আর প্রতিদিন দর্শনার্থী মেলায় বেড়াতে এসে কিনছেন নিজেদের প্রয়োজনীয় পণ্য। পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হাতের নাগালে সব পণ্য পাওয়ায় খুশী গ্রাহকরা ।
আর ব্যবসায়ীরা বলছেন, মেলা অনেকটাই জমতে শুরু করেছে। ধীরে ধীরে বেচা বিক্রিও বাড়বে বলে আশা করছেন তারা।
এদিকে মেলায় নজর কেড়েছে মুজিব কর্ণার। সব বয়সী মানুষই ছবি দেখে আগ্রহ প্রকাশ করে বঙ্গবন্ধকে আরো বেশী করে জানবার।
মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা জানালেন, সারা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতেই দেশব্যাপী মেলার আয়োজন। আর এতে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হয় অন্তত ৫লক্ষ পরিবার। আর এতে বেকারত্বও দূর হয়।
স্বল্প পূজির মানুষের উৎপাদিত পণ্যের এ মেলা ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে চাঙ্গা করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।