সিরাজগঞ্জে তিন যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় তিনটি পৃথক হত্যা মামলা
- আপডেট সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সিরাজগঞ্জে তিন যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক এমপি-সচিবসহ ৯০০ জনের বিরুদ্ধে তিনটি পৃথক হত্যা মামলা হয়েছে। গতরাতে সদর থানায় এসব মামলা করেন নিহত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রঞ্জু শেখের স্ত্রী,গয়লা মহল্লার যুবদল কর্মী নিহত আব্দুল লতিফের বোন ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা। পৃথক তিন মামলায় আসামির তালিকায় রয়েছেন, সাবেক এমপি জান্নাত আরা হেনরী, মো: হাবিবে মিল্লাত, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির-বিন- আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগি সংগঠনের ৯০০ জন। মামলার সূত্র ধরে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, গত ৪ আগস্ট কোটা আন্দোলনের প্রথম দিনে আওয়ামী লীগের জ্ঞাত-অজ্ঞাত ৯ শতাধিক নেতাকর্মী গুলি ও ধারালো অস্ত্র দিয়ে যুবদলের তিন নেতাকর্মীর হত্যা নিশ্চিত করে।