সিরাজগঞ্জে নদী খননের বালু অবাধে বিক্রি করছে অসাধু চক্র
- আপডেট সময় : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
বেআইনিভাবে অসাধু চক্রের যোগসাজশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদী খননের লক্ষ লক্ষ সেফটি বালু অবৈধভাবে বিক্রি করছে একটি চক্র। এতে রাজস্ব হারানোর পাশাপাশি বালু পরিবহনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। তবে, এ ব্যাপারে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদী খননের বালু মসজিদ মাদ্রাসা সহ শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়ার কথা থাকলেও তা না করে সেফটি বালু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ও অসাধু চক্রের যোগসাজশে দেদারছে বিক্রি করা হচ্ছে অনত্র্য। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাকের ডগার উপর দিয়েই অবৈধভাবে বালু বিক্রি করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। জানা ঠিকাদার রাজিব নামে এক ব্যক্তি স্থানীয়দের যোগসাজশে এভাবে বালু বিক্রি করছে। একইসংগে ফসলি জমির মাটি কেটে নেয়ায় হতাশ কৃষক।
এভাবে সরকারি নদী খননের বালু স্বল্প মুল্যে বিক্রি করায় বৈধ ঠিকাদাররা বালু ব্যবসা ধরে রাখতে হিমশিম খাচ্ছে বলে জানালেন এই ব্যবসায়ী ।
নদী খননের বালু মজসিদ মাদ্রাসা ভরাট করাসহ নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
নদী খননের বালু বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা বৈধ বালু ব্যবসায়ী এবং এলাকাবাসীর।