সিরাজগঞ্জে রহমত আলী হত্যা মামলায় আপন ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন
- আপডেট সময় : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশের আলোচিত রহমত আলী হত্যা মামলায় আপন ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীগণের উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একই সঙ্গে আসামী মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দন্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম, তার পুত্র হাসমতুল্লাহ ও হাসান আলী।
এদিকে, ফরিদপুরে এনজিও কর্মী শিউলী আক্তারকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় জড়িত রিপন মোল্লা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার এ রায় ঘোষণা করেন। রায়ে ঘটনার সাথে জড়িত না থাকায় অপর ৮ জনকে খালাস দেওয়া হয়।