সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে জলাধারের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি
- আপডেট সময় : ০২:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা নির্মাণে জলাধারের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে রোপন করা ফসল নষ্টের পাশাপশি অনাবাদি হয়ে পড়েছে প্রায় ৬শ’ একর জমি।
অপরিকল্পিত রাস্তা নির্মাণে জলাধার বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে, বিষয়টি জেনেও গুরুত্ব দেননি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার। প্রশাসন বরাবর লিখিত অভিযোগের পর সরু পাইপের মাধ্যমে পানি নিস্কাসনের ব্যবস্থা করলেও তাতে কাজের কাজ হয়নি কিছুই।
পূর্নিমাগাতি ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরে কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তপন ও মেম্বার আবু মুসা সরকারের তত্বাবধানে ছয়বাড়িয়া মৌজায় বিভিন্ন বাড়ীর আশপাশসহ ৫টি মৌজার একমাত্র জলাধার বন্ধ করে মাটির রাস্তা নির্মাণ করা হয়।
অপরিকল্পিত এ রাস্তা নির্মাণের ফলে জলাধার বন্ধ হয়ে ৪ মৌজার ৫ গ্রামের প্রায় ৬শ’ একর ৩ ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগ প্রতিকারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্নভাবে আন্দোলন করছেন ভুক্তভোগি কৃষকরা।
চেয়ারম্যান রেজাউল করিম তপনের দাবি, খাল বন্ধ করে রাস্তা তৈরির কারণে সামান্য কিছু সমস্যা হয়েছে, তবে তা নিরসনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানান- উপজেলা কৃষি অফিসার।
বৈশ্বিক এই ক্রান্তিকালে দেশের সব ফসলি জমি চাষাবাদ উপযোগি রাখতে সচেষ্ট থাকবে কর্তৃপক্ষ এমনটাই দাবি সকলের।