সিরাজগঞ্জ দেড় মাস জাহাজ না ভেড়ায় অচল নৌ-বন্দরটি
- আপডেট সময় : ০১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ীতে দেড় মাস যাবত কোন জাহাজ না ভেড়ায়, অচল হয়ে পড়েছে নৌ-বন্দরটি। বেকার হয়ে গেছেন সহশ্রাধিক শ্রমিক। করোনার কারণে কর্মহীন এসব মানুষ অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। নৌ-বন্দর সচল রাখা ও আপদকালীন সময়ে শ্রমিকদের সহায়তা দেবার কথা জানালেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।
করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরটিতে এখন নিস্তব্দ নিরবতা। দেড় মাস যাবৎ সার, বীজ, তেল, কয়লা, সিমেন্টসহ কোন পণ্যবাহী জাহাজ না আসায়, অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বেকার হয়ে চরম সংকটে রয়েছেন হাজারো শ্রমিক।
নৌ-বন্দরটি দ্রুত সচল না হলে, গোটা উত্তরবঙ্গে নানা পণ্যের সংকট দেখা দেবে। বন্দরটি চালু রাখাসহ শ্রমিকদের জন্য সরকারী সহযোগীতার দাবি জানালেন বন্দরের লোড আনলোড হ্যান্ডেলিংয়ের ইজারাদার।
বন্দরটি সচল রাখতে উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জাহাজ না আসায় বন্দর বন্ধ হয়ে যাওয়ায় বেকার শ্রমিকদের সহযোগীতার আশ্বাস দিলেণ স্থানীয় সংসদ সদদস্য হাসিবুর রহমান স্বপন।