সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত
- আপডেট সময় : ০৪:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো রোহিত শর্মার দল।
ম্যানচেস্টারে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতের বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ৭৪ রানে হারায় ৪ উইকেট। শূন্য রানে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো ও জো রুট। জেসন রয় ৪১ ও বেন স্টোকস করেন ২৭ রান। পরে, আসা-যাওয়ার মিছিলে ২৫৯ রানে অলআউট হয় ইংলিশরা। সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক জস বাটলার। মঈন আলীর ব্যাটে আসে ৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩৮ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে রিশাভ পান্তের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব। যাদব ফিরে গেলে হার্দিক পান্ডিয়া ও রিশাভ পান্তের ব্যাটিংয়ে ৪৭ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ভারত। পান্ত অপরাজিত থাকেন ১২৫ রানে ও পান্ডিয়া করেন ৭১ রান। ম্যাচ সেরা হন রিশাভ পান্ত। সিরিজ সেরা হন হার্দিক পান্ডিয়া।