সিরিজ জয় আর সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সিরিজ জয় আর সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হবে দু’দল। জোহানেসবার্গে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। তাই সিরিজ জয়ের মিশনে এগিয়ে থেকেই মাঠে নামবে তামিম, মুশফিক, সাকিব আল হাসানরা। ইতিহাস গড়ার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ টিকে থাকার মিশনে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে। হতাশা ভুলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। ম্যাচের আগের অনুশীলন করেনি বাংলাদেশ। বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। অতীত পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও শেষ দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ।