সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দিবা-রাত্রির ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটে হেরে সিরিজে অপেক্ষা বাড়িয়েছে তামিমের দল। এবার ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। প্রথমবারের মতো প্রোটিয়া মাটিতে সিরিজ জয়ের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডের জয় আত্মবিশ্বাস দেবে সাকিব-তামিমদের। সিরিজ জয়ের বিষয়ে আশাবাদী অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ম্যাচের আগের দিন লম্বা সময় অনুশীলন করেছে টাইগাররা। অন্যদিকে, ঘরের মাটিতে দুর্বার অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা জয়ের ধারা ধরে রাখতে চায়। তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।