সিরিয়ায় সরকারি বাহিনীর গোলাবর্ষণে তুরস্কের সামরিক বাহিনীর অন্তত চার সদস্যের প্রাণ হারিয়েছে
- আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিবে দেশটির সরকারি বাহিনীর গোলাবর্ষণে তুরস্কের সামরিক বাহিনীর অন্তত চার সদস্যের প্রাণ হারিয়েছে।
সোমবারের এই হামলায় আহত হয়েছে কমপক্ষে আরও ৯ তুর্কি সেনা। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে সিরিয়া সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের সামরিক বাহিনীর অবস্থানের ব্যাপারে আগে থেকেই অবগত থাকা সত্ত্বেও গোলাবর্ষণ করেছে সিরীয় বাহিনী।যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে বাস্ত্যুচুত অন্তত ৩৬ লাখ মানুষ ইতোমধ্যে তুরস্কে পাড়ি জমিয়েছেন। এর মাঝে ইদলিবে নতুন করে ত্রিপাক্ষিক উত্তেজনা তৈরি হওয়ায় তুরস্কমুখী নতুন শরণার্থী ঢল শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।ইদলিবে তুরস্কের সামরিক বাহিনীর ১২টি সামরিক পর্যবেক্ষণ চৌকি রয়েছে। ২০১৭ সালে রাশিয়া এবং ইরানের সঙ্গে চুক্তির পর এসব চৌকি স্থাপন করে তুরস্ক। সম্প্রতি সিরীয় সরকারি বাহিনী চারদিক থেকে তুরস্কের এসব সামরিক পর্যবেক্ষণ চৌকি ঘিরে অভিযান পরিচালনা করছে।