সিলেটের মেয়র নির্বাচিত হলেন আ’লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী
- আপডেট সময় : ১০:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বেসরকারিভাবে সিলেট সিটি করপোরেশন এর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগের এ প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট। তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মেয়র এ জয় নগরীবাসকে উৎসর্গ করেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২ ওয়ার্ডে ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার নগর প্রধান নির্বাচনে ১৯০ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বৈরি আবহাওয়া ও শক্ত প্রতিদন্ধি না থাকায় ভোটার কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতি কম দেখা যায়। যদিও সকাল থেকে বিরোধী প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ইভিএম জটিলতার অভিযোগ করে বিরোধী প্রার্থীরা। ইভিএমে ভোট দেয়া নিয়ে ভোটারদের মাঝেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
সকালে নগরীর ৯ নাম্বার ওয়ার্ডে আনন্দ নিকেতন বিদ্যালয়ে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থী পেশি শক্তি প্রয়োগ করে তার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেন। নগরীর শাহজালাল জামেয়া ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বিরোধী প্রার্থীদের অভিযোগ ভিত্তিহীন।
সকাল ৮ টা থেকে বিরতিহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে ফলাফল গননা শুরু হয়। ফলাফলে নৌকা এগিয়ে থাকায় শহর জুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠে নেতা কর্মীরা। বেসরকারি ফলাফলে ১৯০টি ভোট কেন্দ্রের মধ্যে নৌকা ১ লাখ ১৮ হাজার ৬ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধি জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম নাঙ্গল প্রতিক পায় ৫০ হাজার ৩২১ ভোট।
তাতক্ষনিক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান বলেন। এমন জয় সিলেট নগরীর মানুষের।
কিছুটা নিরুত্তাপ ভোট হলেও সিলেট নগরীর মানুষ চায় নব নির্বাচিত মেয়র মহা পরিকল্পনা নিয়ে সিলেট শহরের উন্নয়নে কাজ করবেন।