সিলেটের সুরমা ও কুশিয়ারার তলদেশ খননের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন বলেছেন, সিলেটের সুরমা ও কুশিয়ারার তলদেশ খননের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আগামী বর্ষার আগেই প্রধান দুই নদী খননের পরিকল্পনা নেয়া হয়েছে। এ ব্যাপারে সরকার ও প্রধানমন্ত্রী খুবই আন্তরিক বলেও জানান মন্ত্রী।
দুপুরে সিলেট নগরের চালিবন্দর এলাকার একটি আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিলেটে এই মৌসুমে সব সময়ই উজানে পানি নেমে আসে। আগে নাব্য থাকায় পানি আটকে থাকতো না। শহরের পুকুর ও দিঘী এমনকি হাওরগুলো ভরাট হয়ে নদীগুলোর তলদেশও ভরে গেছে। এ কারণে পানি নামতে না পেরে বন্যা দেখা দিচ্ছে। বন্যার্তদের সহমর্মিতা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেন, সিলেটে বন্যাদুর্গত এলাকায় নগদ ২৫ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।