সিলেটে কালবৈশাখীর তাণ্ডবের সাথে ব্যাপক শিলাবৃষ্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিলেটে কালবৈশাখীর তাণ্ডবের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলাখণ্ডের আঘাতে অসংখ্য বসতবাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।
ফসলেরও প্রচুর ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন কৃষকরা। এছাড়া অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। গতরাতে প্রায় ১৫ মিনিট এ ঝড় স্থায়ী হয়। স্থানীয়রা জানান, শিলাবৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় থাকা পথচারী ও ঈদের কেনাকাটায় যাওয়া লোকজন বেশী বিপাকে পড়েন। বিশেষ করে কয়েকটি গাড়ির সামনের গ্লাস প্রচণ্ড শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একেকটি শিলাখণ্ড টেনিস বলের মতো বড় আকারের ছিলো বলে জানান স্থানীয় বাসিন্দারা।